অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৪:১০
বিএনপি জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচনের দিনে আলাদা ব্যালটের মাধ্যমে জনগণের রায় নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
তিনি বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের রায় হবে চূড়ান্ত, যা সমস্ত সংসদ সদস্যদের মানতে হবে। সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন একটি অরডিনান্সের মাধ্যমে একই দিনে রেফারেনডাম আয়োজন করতে পারবে।” সালাহউদ্দিন আরও জানান, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে এবং সকল রাজনৈতিক দলের ইশতেহারে প্রকাশিত হবে। যারা ম্যান্ডেট পাবে, তারা নোট অব ডিসেন্ট অনুযায়ী চলতে পারবে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সকল রাজনৈতিক দল মূলত একমত।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ