ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের কালজানি নদীতে ভেসে আসছে হাজার হাজার গাছ


কুড়িগ্রামের নদনদীর পানি ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারত থেকে কালজানি নদী দিয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, স্থানীয় বনাঞ্চল থেকে পানির স্রোতে উপড়ে আসছে এসব গাছ। কিছু ক্ষেত্রে শেকড়সহ উড়ে আসা পুরো গাছও দেখা গেছে।

 

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে নদীর তীরবর্তী মানুষ এসব ভেসে আসা গাছ সংগ্রহে ব্যস্ত ছিলেন। ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় স্থানীয়রা নদীর পাড় থেকে গাছ তুলছিলেন। স্থানীয়রা জানান, ভেসে আসা বেশির ভাগ গাছ কাটা অবস্থায়, তবে কিছু গাছ শেকড়সহ এসেছে। ধারণা করা হচ্ছে, পানির প্রবল স্রোতে বন থেকে উপড়ে আসছে এসব গাছ।

 

স্থানীয় ও সীমান্তবর্তী সূত্র থেকে জানা গেছে, এসব কাঠের উৎস হতে পারে ভুটান থেকে জয়গা এলাকা হয়ে ভারতের হাসিমারা বনাঞ্চল। ভারী বর্ষণের কারণে সেখানকার বনাঞ্চল প্লাবিত হয়েছে এবং স্রোত শক্তিশালী হওয়ায় গাছ নদীতে ভেসে এসেছে। এলাকার বাসিন্দারা জানান, বিকেল ৩টার দিকে নদীতে গাছ ভেসে আসা শুরু হয়। নদীর পানি এখনও বিপদজনকভাবে বাড়েনি, তাই স্থানীয়রা মনে করছেন, বন্যার আশঙ্কা নেই। শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “সরাসরি গাছ দেখা যাচ্ছে। মানুষ নৌকা ব্যবহার করে গাছ তুলে আনছে। কত গাছ এসেছে তা বোঝা যাচ্ছে না, তবে নিশ্চিতভাবেই ভারত থেকে এসেছে। এখন পর্যন্ত বন্যার কোনো আশঙ্কা নেই।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ