অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৩৮
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট নিশ্চিত করার চেষ্টা করছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই আমরা অতীতে ভুলভাবে বিশ্বাস করেছি। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে দায়িত্ব গ্রহণ করা। কিন্তু আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা রেখেছিলাম, সেই আস্থায় আমরা প্রতারিত হয়েছি।”
নাহিদ ইসলাম আরও বলেন, “অনেক উপদেষ্টা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে, আমরা তাদের নামও উন্মুক্ত করব। অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করেছেন এবং মনে করছেন রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা সরকার চালাতে পারবে না। তবে সত্যই রাজনৈতিক দলগুলোও নানা বাধা দিয়েছে।”
ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। প্রথম ছয় মাসে সরকারকে উৎখাত করার বা প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই ষড়যন্ত্র লক্ষ্য করা যায়।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ