অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:২৪
সিনেমা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ একসময় শোবিজ জগতের আলোচিত নাম ছিলেন। তবে হঠাৎ করেই তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে যান এবং জীবনের বিভিন্ন পেশায় কাজ করেছেন। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা চাকরি খুঁজছি। সেটা যে ক্ষেত্রে হোক—সাংবাদিকতা বা প্রশাসন—আমি চেষ্টা করছি। হারিয়ে যাবো একেবারে। যদি সাংবাদিকতায় ভালো কোনো অফার পাই, তবে ফিরতেও আগ্রহী।”
দর্শক ও অনুসারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সত্য কথা বলুন, অনেস্ট থাকুন। বর্তমান সমাজে পরকীয়া প্রবণতা বেড়েছে। এটা থেকে বিরত থাকলে আপনি সুখী থাকবেন।” জীবনের পেছনের ইতিহাসে হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং মাত্র ৭ বছরের মাথায় ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তাদের দর্শকপ্রিয়তার কারণে হাসান মাসুদের শোবিজে পুনরায় ফিরতে আগ্রহ নিয়ে আলোচনা হলেও এখন তিনি নতুন পেশাগত পথের দিকে মনোযোগ দিচ্ছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ