শিবচরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের টানা চতুর্থ দিনের কর্মবিরতি


মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। শনিবার (৪ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

 

বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মবিরতিতে অংশ নেন। তাদের দাবির মধ্যে রয়েছে— বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডের সুযোগ নিশ্চিত করা।

 

স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেছেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন। তারা জানান, ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

 

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ