অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০১:০৮
আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলেও বর্তমানে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে ভারত ও ওমান উপকূলে তীব্র জলোচ্ছ্বাস ও আকস্মিক বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় উভয় দেশেই সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব ও পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছে পূর্ব দিকে বাঁক নিতে শুরু করেছে। শনিবার পর্যন্ত ‘শক্তি’র বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি রেকর্ড করা হয়েছিল। ফলে মুম্বাইসহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়।
তবে ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তনের ফলে বড় ক্ষতির আশঙ্কা কিছুটা কমে এসেছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের সতর্ক থেকে প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তাদের আল-সারকিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে আজ রাত থেকেই এটি দুর্বল হতে শুরু করবে। পূর্বাভাস অনুযায়ী, রাতের শেষ ভাগে বা সোমবার সকালে ঝড়টি পুনরায় আরব সাগরের মাঝামাঝি অঞ্চলে সরে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমান উপকূল থেকে ১০০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে। স্থলভাগে বড় কোনো ক্ষতির সম্ভাবনা না থাকলেও সামুদ্রিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ‘শক্তি’ এখন দুর্বল হচ্ছে, তবে এর প্রভাবে ভারি বৃষ্টি, জলোচ্ছ্বাস ও দমকা বাতাসের সম্ভাবনা রয়ে গেছে। তাই আগামী ২৪ ঘণ্টা ভারত ও ওমানের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ