অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ১২:৫৯
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাবাহিনীর এক সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭) এবং সেনা ক্যাম্পের ধোপা হাসিব খান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফও বিদ্যুতায়িত হন। দুজনকেই উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন,
“রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আইএসপিআর থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পর ঘটনাটি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।”
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,
“প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ করার ফলে এই দুর্ঘটনা ঘটে।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ