জুলাই সনদের আইনি ভিত্তি বর্তমান সরকারকেই দিতে হবে: সারোয়ার তুষার


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “এ সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, কারণ পরবর্তী সরকার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তা বাতিল করে দিতে পারে।” তিনি বলেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী বর্তমান সরকারকেই বিষয়টি সমাধান করতে হবে।

 

রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সারোয়ার তুষার আরও জানান, জাতীয় নির্বাচনের দিন সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের জন্য একটি আলাদা ব্যালট থাকবে, যেখানে জুলাই সনদের আইনি ভিত্তি বিষয়ে জনগণ মতামত দেবে। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, “ভাষাগত ভিন্নতা বাদ দিলে জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে দলগুলো মোটামুটি একমত। সেখানে জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাবে। নোট অব ডিসেন্টে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে, সেগুলোকেও ‘একমত’ হিসেবে ধরা যেতে পারে। প্রয়োজনে এ বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অনুসরণ করা হবে।” সারোয়ার তুষার আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল একমত হলে জনগণও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দেবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ