ঢাকা-২ আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফেজ মাওলানা জহিরুল ইসলাম


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ (কেরাণীগঞ্জ-সাভার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। তিনি দলের প্রতীক ‘শান্তির প্রতীক হাতপাখা’ নিয়ে মাঠে নেমে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন। নিজের নির্বাচনী অঙ্গীকারে তিনি জানিয়েছেন, ঢাকা-২ আসনকে রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি শান্তিপূর্ণ, কর্মমুখী ও শিক্ষাবান্ধব আধুনিক শহরে পরিণত করাই তাঁর প্রধান লক্ষ্য। কেরাণীগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন,
“আমার রাজনীতি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য। আমি চাই কেরাণীগঞ্জ-সাভারকে একটি পরিকল্পিত আধুনিক নগরীতে রূপান্তরিত করতে, যেখানে যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ পাবে, শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার আলো পাবে এবং মানুষ সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশে শান্তিতে বসবাস করতে পারবে।”

 

প্রচারণার ময়দানে স্থানীয় শান্তিপ্রিয় জনগণের অংশগ্রহণ ইতোমধ্যেই চোখে পড়ার মতো। সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের স্বপ্ন পূরণ ও একটি আদর্শ সমাজ গঠনে হাতপাখা প্রতীকের প্রার্থী জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবেন। দলীয় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ন্যায়ের রাজনীতি ও শান্তির আদর্শে বিশ্বাস করে। সেই আদর্শ বাস্তবায়নে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম যোগ্য প্রার্থী। এরই মধ্যে কেরাণীগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে হাতপাখা প্রতীকের প্রচারণা জোরদার করা হয়েছে। সাধারণ ভোটাররাও প্রার্থীর বক্তব্যে সাড়া দিচ্ছেন এবং অনেকে প্রকাশ্যে সমর্থনের অঙ্গীকার করছেন।

 

প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরাণীগঞ্জ মডেল থানার সেক্রেটারি হাফেজ আবু সাহিদ মুফতি, আবদুল্লাহ মাহমুদ, হাজী আবুল কালাম, মজিবুর রহমান, হাজী বজলুর রহমান, মুফতি আবুল হাসান ও মো. মাসুদ মাতুব্বর প্রমুখ। সংক্ষেপে বলা যায়, ঢাকা-২ আসনের শান্তিপ্রিয় জনগণের কাছে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীক বিজয়ের মুখ দেখবে কি না তা ভোটারদের রায়েই নির্ধারিত হবে, তবে নিঃসন্দেহে তাঁর প্রচারণা এই আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ