অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ১২:৩০
ময়মনসিংহের ভালুকায় “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভা এবং “গ্রীন অ্যান্ড ক্লিন ভালুকা গড়ার প্রত্যয়ে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি” উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তুলতে স্থানীয়রা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলম এবং সঞ্চালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ ও রুহুল আমিন; পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ