অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:০২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চাওয়া কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিহত করার জন্য দলের সম্ভাব্য প্রার্থীরা জোটবদ্ধ হয়েছেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় ছয় মনোনয়ন প্রত্যাশী বৈঠক করেন। তারা হলেন: জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, আইন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, আশুগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ ও সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে।
বৈঠকে তারা সিদ্ধান্ত নেন, সরাইল ও আশুগঞ্জের স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে, মূলত ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিদ্বন্দ্বিতায় সীমিত করতে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ