ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন


ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে পোশাক বিতর্ক উত্তরাখণ্ডের ঋষিকেশে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে কিছু মডেল ছোট পোশাক পরায় ‘হিন্দু শক্তি সংগঠন’-এর নেতাকর্মীরা আপত্তি তুলেছেন। সংগঠনের রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনগর মডেলদের সতর্ক করে বলেন, “এভাবে ঋষিকেশের সংস্কৃতি নষ্ট করা যাবে না।”

 

মডেলরা পাল্টা যুক্তি দেখান, দোকানগুলোতে ছোট পোশাক বিক্রি বন্ধ করার চেষ্টা করা উচিত। heated কথোপকথনের পরও প্রতিযোগিতা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাবের সভাপতি পঙ্কজ চন্দনি বলেন, “প্রাপ্তবয়স্করা নিজের ইচ্ছায় পোশাক পরার অধিকার রাখে।” পুলিশ জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছায়নি।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ