আদমদীঘিতে চারটি চোরাই গরু উদ্ধারসহ ২জন গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (৩১ আগষ্ট) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।
 

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনা কালে আদমদীঘি উপজেলার বিনাহালি গ্রামে চোরাই গরু বিক্রি করা হচ্ছে। 

 

এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন। এরপর গ্রেপ্তারকৃত দুই জনের দেয়া তথ্যনুসারে পলাতক আসামী ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে অপর আরো দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়।
 

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। চোরাই গরুর মালিক এখনও শনাক্ত হয়নি।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ