অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:২০
‘Recasting Teaching as a Collaborative Profession’ প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার (৫ অক্টোবর ২০২৫) মুন্সিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগ নেওয়া হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে উপস্থিত শিক্ষকবৃন্দকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, এবং জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ। আলোচনা সভায় সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছাড়াও জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও ভিন্ন মাত্রা প্রদান করে। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বক্তৃতায় শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক ও শিক্ষকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন,
“শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি মানুষ গড়ার কারিগর। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে এবং সমাজে দায়িত্ববোধ ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ