গজারিয়ায় বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান


মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিএনপির উদ্যোগে হুইল চেয়ার, আর্থিক অনুদান, টিউবওয়েল, ছাগল, শিক্ষা উপকরণ এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টার সময় বড় রায়পাড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দেওয়ান মো: হারুনুর রশিদ। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, মহিলা দল ও কৃষক দলের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়, ২ জনকে দুই বান টিন, ২ জনকে দুইটি ছাগল, ১ জনকে সাবমারসিব টিউবওয়েল, এবং ৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়াও ৩৫ জন দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

উপস্থিত বক্তারা এই ধরনের উদ্যোগের জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দুস্থ ও অসহায়দের পাশে থাকার গুরুত্বকে আরও জোর দেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ