অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০৪:৫৮
নিখোঁজের দুই দিন পর ধানমন্ডির লেক থেকে মো. ওমর ফারুক মোল্লা (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে,ওমর ফারুক হাজারীবাগ বউ বাজার এলাকার সোনাতনঘর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লা একজন মাছ ব্যবসায়ী। ওমর ফারুক গত ৩ অক্টোবর বিকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, সে হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে- তাই তারা থানায় কোনও জিডি করেননি। পরিবারের ধারণা- সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত সে পানিতে পড়ে মারা গেছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, রবিবার (৫ অক্টোবর) সকালে ধানমন্ডি লেকের ৫ নম্বর রোডের নাউড়ী হোটেল সংলগ্ন ব্রিজের পশ্চিম উত্তর পাশে ভাসমান অবস্থায় মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এসআই খলিলুর রহমান আরও জানান, মৃতের পকেটে পাওয়া মানিব্যাগ থেকে তার মায়ের মোবাইল নম্বর সংগ্রহ করে পরিবারকে খবর দেওয়া হয়। পরে তারা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ