মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ — ১৪টি ককটেল উদ্ধার


মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় মোল্লা ও মিঝি (গাজী) গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধরা হলেন— হোগলাকান্দি এলাকার সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান হওয়া ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গাজী গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদের সামনে মোল্লা গোষ্ঠীর বাহারউদ্দিন মোল্লার ছেলে সাব্বিরকে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন মারধর করে। এর প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় শুরু হয়। এসময় এলাকায় ককটেল বিস্ফোরণেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবিস্ফোরিত ১৪টি ককটেল উদ্ধার করে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, “বিকাল ৪টার দিকে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়েছে।” মোল্লা গোষ্ঠীর পক্ষে চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লা অভিযোগ করে বলেন, “গাজী গোষ্ঠীর লোকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।”

 

অন্যদিকে প্রতিপক্ষ চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার গাজী বলেন, “আমি ঢাকায় অবস্থান করছি। মসজিদের বাইরে দুই শিশুর মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে শুনেছি।”

 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম বলেন,

“ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ১৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ