সাংবাদিকদের ১০ দফা দাবি জানিয়েছে বিএফইউজে



অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এসব দাবি জানানো হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সঞ্চালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশার, একেএম মোহসীন, সহকারী মহাসচিব বাছির জামাল, ড. সাদিকুল ইসলাম স্বপন, এহতেশামুল হক শাওন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক মো. শাহজাহান সাজু, নির্বাহী কমিটির সদস্য মোদাব্বের হোসেন, অর্পনা রায়, আবু হানিফ, হামিদুল হক মানিকসহ সারাদেশের বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের নেতারা।

 

সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর হচ্ছে না। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। তাই নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠনের আহ্বান জানানো হয়।

 

অন্য এক প্রস্তাবে বলা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধে নানা নিপীড়নমূলক আইন কার্যকর রয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। এসব “কালো আইন” সাংবাদিকদের সেলফ সেন্সরশিপে বাধ্য করছে। সভায় এসব গণমাধ্যমবিরোধী আইন বাতিলের দাবি জানানো হয়। সভায় আরও বলা হয়, সাংবাদিকদের সুরক্ষা নীতিমালায় চাকরি ও আর্থিক সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অধিকাংশ গণমাধ্যমে নিয়মিত বেতন দেওয়া হয় না, নিয়োগপত্র ও চাকরির নিশ্চয়তা নেই, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতনও দেওয়া হয় না। এই পরিস্থিতি মোকাবেলায় পেশাগত সুরক্ষা, দুর্ঘটনা বিমা, চিকিৎসা সহায়তা ও আইনি সহায়তার ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়।

 

এছাড়া সভায় সাংবাদিকদের সাপ্তাহিক দুই দিন ছুটি নির্ধারণের দাবি জানিয়ে বলা হয়, সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি উপভোগ করে। সাংবাদিকদেরও এই সুযোগ দিতে হবে, কারণ তাদের কাজের সময়সীমা অনির্ধারিত এবং মানসিক চাপও বেশি। সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালো আইন বাতিল, ডিএফপি থেকে দুর্নীতি দূরীকরণ ও সরকারি বিজ্ঞাপন প্রদানে স্বচ্ছতা আনারও দাবি জানানো হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ