বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী: মীর সরফত আলী সপু


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক *মীর সরফত আলী সপু বলেছেন, একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে বিএনপি এটা করবে, ওটা করবে—কিন্তু বাস্তবে তারাই দেশে অশান্তি সৃষ্টি করেছে।” শনিবার (৪ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের *সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন এলাকায়* বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান *তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা* অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মীর সরফত আলী সপু বলেন,

ফ্যাসিবাদীরা দীর্ঘ ১৬ বছর দেশ চালিয়ে দেশের অবস্থা একেবারেই খারাপ করেছে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।”

 

তিনি আরও বলেন,

নির্বাচন সম্পন্ন হলে দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছুই সুন্দরভাবে চলবে। যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বলবো—কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আমাদের সঙ্গে যোগ দিন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন *সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি*। প্রধান বক্তা ছিলেন *মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক *মাসুদ রানা ফাহিম*।

 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. মোশাররফ হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

কর্মশালা শেষে নিমতলা বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ