জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবুর রহমানের মৃত্যু


(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসিবুর রহমান জবি’র ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন,“ আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পৌঁছানোর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।” বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

 

জানা গেছে, রাত ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ