অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ অক্টবার ২০২৫, সময়ঃ ১১:০৩
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এই চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সিগঞ্জ শাখা, এবং সহযোগিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ব্যতিক্রম মুন্সিগঞ্জ”। ক্যাম্পে প্রায় ১৫,০০০ এরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন,
শহর বিএনপির সদস্য সচিব ও “ব্যতিক্রম মুন্সিগঞ্জ” এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এ. কে. এম. মফিজুল ইসলাম।
বক্তারা বলেন,
“জনগণের পাশে থাকা ও মানবসেবা বিএনপি’র রাজনৈতিক অঙ্গীকারেরই অংশ। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের জাতীয় দায়িত্ব।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ