অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ অক্টবার ২০২৫, সময়ঃ ১০:৫৩
আনন্দ ও স্মৃতিময় মুহূর্তে অনুষ্ঠিত হলো গজারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাচ–২০০৪ এর ২য় পূর্ণমিলনী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সুবর্ণ ভূমি রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাচ–২০০৪ এর সভাপতি ও কানাডা প্রবাসী এম. মোর্শেদ রহমান বলেন,“বছরে অন্তত একটি দিন যেন স্কুল জীবনের বন্ধুদের নিয়ে শৈশবের আমেজে কাটানো যায়—সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। সবাই পেশাগত জীবনে ব্যস্ত থাকলেও এমন পুনর্মিলন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে।”
সংগঠনের সাধারণ সম্পাদক ইমন আহাম্মেদ সবুজ মোল্লা জানান,“আজকের অনুষ্ঠানে ব্যাচ–২০০৪ এর ১০৫ জন বন্ধু অংশ নিয়েছেন। সবাইকে একত্রে করা ছিলো চ্যালেঞ্জিং, কিন্তু সফলভাবে তা করতে পেরেছি।”
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহাম্মদ রানা বলেন,“আমরা চাই প্রতি বছরই এমন আয়োজন করতে। আজকের দিনটি আমরা রিসোর্টের বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পেরেছি।”
আয়োজনে উপস্থিত বন্ধুদের হাসি, স্মৃতিচারণ ও ছবি তোলায় পুরো দিনটি ছিল এক অনবদ্য মিলনমেলা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ