অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ অক্টবার ২০২৫, সময়ঃ ০৫:৪৯
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরে হামলা ও এদেশীয় নাগরিকদের আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে অবিলম্বে এই কার্যক্রম থামাতে হবে।
প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, নৌবহরে থাকা ২৩ জন মালয়েশিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করেছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে তুরস্ক, মিশর ও কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সহায়তা চাওয়া হবে যেন তাদের মুক্তি নিশ্চিত করা যায়।
আনোয়ার ইব্রাহিম বলেন, "মানুষের অধিকার ও মর্যাদা হরণের এই ধরনের অন্যায় শাসন ব্যবস্থা চলতে দেওয়া হবে না। মালয়েশিয়া এ বিষয়ে নিশ্চুপ থাকবে না।"
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ