অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৩৭
নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সংঘর্ষের ঘটনায় সাদেক মিয়া (৪২) নিহত হয়েছেন। তিনি আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঘটনায় দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানায়, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর আগে একই ইউনিয়নের সংঘর্ষে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নিহত হয়েছেন। সোমবারের সংঘর্ষের ঘটনায় এটি নিয়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হলো।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ