টঙ্গীবাড়িতে হেলিকপ্টারে চড়ে বিয়ে, সাবেক স্ত্রীকে দেখিয়ে দিলেন কামাল


 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ঘটেছে বিরল ঘটনা। দেড় মাস আগে স্ত্রী পরকীয়ার সম্পর্কে অন্যত্র চলে যাওয়ার পর নতুন জীবন শুরু করেছেন স্থানীয় সার্ভেয়ার কামাল হোসেন।

কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চড়ে পৌঁছে যান নতুন শ্বশুরবাড়িতে এবং বিয়ে সেরে ঘরে তোলেন নতুন স্ত্রীকে।

কামাল বলেন, “পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। কষ্টের মধ্যেও আমি ভেঙে পড়িনি, নতুন জীবন শুরু করেছি। পরিবারও আমাকে সমর্থন করছে।”

এ ঘটনায় এলাকায় তুমুল আলোচনা চলছে। অনেকে বলছেন, সাবেক স্ত্রীকে দেখিয়ে দেওয়ার জেদেই কামালের এই রাজকীয় আয়োজন। হেলিকপ্টারে বরকে দেখতে ভিড় জমে শত শত মানুষের।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ