চট্টগ্রাম-২ আসনে বিএনপির হেভিওয়েট নেতাদের মনোনয়ন দৌড়


বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আসন্ন নির্বাচনে দলটির একাধিক হেভিওয়েট নেতা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন—

বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এবং বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী

একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার

সদ্য সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শিল্পপতি সরোয়ার আলমগীর

এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনও মনোনয়নপ্রত্যাশী। পাশাপাশি সুন্নি জোট ও ইসলামী আন্দোলন থেকেও প্রার্থী আসতে পারে।

মনোনয়নপ্রত্যাশীরা সবাই দলের দুঃসময়ে মাঠে থাকার দাবি তুলে ধরেছেন। কাদের গণি চৌধুরী বলেন, “দলের দুঃসময়ে জীবন বাজি রেখে কাজ করেছি, মনোনয়ন পেলে মানবিক ফটিকছড়ি গড়ে তুলব।”
কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার জানান, “যাকে মনোনয়ন দেওয়া হবে, তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সরোয়ার আলমগীর বলেন, “দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় আছি, আশা করি হাইকমান্ড আমাকে মূল্যায়ন করবে।”

জামায়াতের নুরুল আমিন ও নেজামে ইসলামীর শাহাজাহান ইসলামাবাদীও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ