সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও পিকআপ সংঘর্ষে ১ নিহত, আহত ৪


মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রবিউল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মুরগীবাহী পিকআপকে ধাক্কা দিলে গাড়ির পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ