অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৩০
ইতালির পর্যটন ও বন্দরনগরী জেনোভায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “গৌরব উজ্জ্বল জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদের পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য”।
সভায় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সংগঠনের সভাপতি আবু জাফর রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ ঢালীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা সদস্য ঢালী নাসির উদ্দিন, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন খন্দকারসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান খোকন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন জেনোভা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল বেপারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়সাল মোল্লা, সহ-সভাপতি মুকুল সর্দার, সুজন ঢালী, জেনোভা যুবদল সভাপতি সজিব সিকদার, উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিনসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা হবে। এজন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। তিনি দীর্ঘদিন দেশে যেতে পারেননি, এমনকি তাকে হত্যার নির্দেশও দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে।” এ সময় এম এ মালেক প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করেন এবং নিজে সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বলে জানান। তিনি নির্বাচিত হলে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ