শ্রীনগরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু


মুন্সীগঞ্জের শ্রীনগরে এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সিংপাড়া ৯ নম্বর রোড এলাকায় ঘটে। নিহত ইনতেশার ইসলাম আজবী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করেছেন। তিনি বন্ধুদের সঙ্গে বাশার মিয়ার বাগান বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পুকুরের পানিতে ডুবে যান। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁরা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ