অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫৮
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে একটি ডুপ্লেক্সে ঢুকে দুই ভাইকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, বুধবার দিবাগত গভীর রাতে হাজী সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স ভবনে ১৪-১৫ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রাখে। বাধা দেয়ার চেষ্টা করলে সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকার (৪৩)কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
ডাকাতরা পরে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা এবং কয়েকটি আইফোন লুটে নিয়ে যায়। আহত দুই ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ঢাকায় প্রেরণ করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ