মুন্সীগঞ্জে সদর ইউএনও’র উদ্যোগে পূজার উপহার সামগ্রী বিতরণ


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব আলম পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার নদীভাঙন কবলিত এলাকার ৩৯টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও চিনি বিতরণ করা হয়। এছাড়া, দুটি মন্দিরে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

 

ইউএনও মাহবুব আলম বলেন, “মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রতিটি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে উপহার ও নগদ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু উপজেলায় রাজনৈতিক নেতা ও বেসরকারি সংস্থাগুলোও অনুদান ও উপহার বিতরণ করছে।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ