অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৪৭
আসন্ন দুর্গাপূজায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রয়েল ক্লাব লিমিটেড সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. আতিকুর রহমান টিপু।
সভায় জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি এড. জানে আলম আব্দুল্লা পাশা (প্রিন্স), সহ-সভাপতি মো. মাহবুব আলম লিটন, সহ-সভাপতি জিয়াউর রহমান জীবন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাহান, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মো. লিটন শেখ, কার্যনির্বাহী সদস্য গোলাম আশরাফ খান উজ্জ্বল, কার্যকরী সদস্য মো. নাজমুল হাসান মুনসি প্রমুখ।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান বলেন, “প্রতি বছরের মতো এ বছরও আমরা স্কুলে স্কুলে লিফলেট বিতরণ করব এবং দুর্গাপূজা উপলক্ষে সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করব। এজন্য জেলা কমিটির সকল সদস্যদের শতভাগ অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।”
সভাপতির বক্তব্যে সাংবাদিক মো. আতিকুর রহমান টিপু বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনসহ ৫টি কার্যক্রম হাতে নেওয়া হবে। এসব কার্যক্রম সফলভাবে পরিচালনায় আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। প্রতি বছরের মতো এ বছরও সবার সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ