শ্রীনগরে রহস্যজনক মৃত্যু: কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার


মুন্সীগঞ্জের শ্রীনগরে রহস্যজনকভাবে রফিক শেখ (৪৫) নামের এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (তারিখ) রাত সাড়ে ২টার দিকে উপজেলার (অবস্থান) রানার বাড়ির একতলা ছাদের উপরে আম গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

 

নিহতের পরিবার জানায়, রফিক শেখ পাশের রানা শেখের বাড়িতে মাসিক ১০ হাজার টাকায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। রাতের বেলা ওই বাড়িতে অচেনা লোকজনের আসা-যাওয়া হতো বলে তিনি তার বড় মেয়েকে জানান এবং রাত ২টার দিকে ঘর থেকে বের হন। দীর্ঘ সময় বাবা ফিরে না আসায় মেয়ে খুঁজতে গিয়ে রানার বাড়ির ছাদের পিছনে আম গাছে ঝুলন্ত অবস্থায় বাবার লাশ দেখতে পায়। এসময় চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, রফিক শেখকে হত্যা করে পরিকল্পিতভাবে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, “প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”
মোঃতারিকুল ইসলাম দেশ আমারটিভি


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ