অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫৮
রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, ১৪ রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ‘আই ডোন’t কেয়ার’ নামের গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় সেনাবাহিনীর তৎপরতায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় গ্যাং সদস্যদের।
গ্রেপ্তারকৃতরা হলেন—সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর তাদের নিয়ে নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লুট হওয়া শটগান, গুলি, চারটি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ