লাদাখে সহিংস বিক্ষোভে চারজন নিহত, লেহ শহরে কারফিউ


 

ভারতের হিমালয়াঞ্চল লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে চলমান আন্দোলন বুধবার (২৪ সেপ্টেম্বর) সহিংস রূপ নিলে লেহ শহরে কারফিউ জারি করেছে নিরাপত্তা বাহিনী। এদিনের সহিংসতায় অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি ভস্মীভূত করে। 

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য আন্দোলনের অন্যতম নেতা ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে। অভিযোগ, তিনি আরব বসন্ত এবং নেপালের জেন-জি বিক্ষোভের উদাহরণ টেনে আন্দোলনকারীদের উসকে দিয়েছেন।

তবে ওয়াংচুক এ অভিযোগ অস্বীকার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাই পাওয়ার্ড কমিটির সঙ্গে ৬ অক্টোবর দিল্লিতে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার মতে, ফলপ্রসূ আলোচনার উদ্যোগ না থাকলে বৈঠক অর্থহীন।

 

লাদাখে এই সহিংসতা এমন সময় ঘটল, যখন আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচন। ২০২০ সালের নির্বাচনে এ কাউন্সিলে জয়ী হয়েছিল বিজেপি।

২০১৯ সালে বিজেপি সরকার জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। সেই থেকে বৌদ্ধ অধ্যুষিত লেহ এবং মুসলিম অধ্যুষিত কারগিল—উভয় সম্প্রদায়ের মানুষ রাজ্যের মর্যাদা ও অধিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ, বিশেষ মর্যাদা হারানোর ফলে জমি, সংস্কৃতি ও সম্পদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ কমে গেছে, অন্যদিকে বাইরের প্রভাব বাড়ছে।

 

লাদাখের কেন্দ্রীয় প্রশাসনে নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা জানিয়েছেন, সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হবে। এছাড়া আগামী ৬ অক্টোবর লাদাখের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ কমিটির বৈঠক নির্ধারিত রয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ