অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৩৯
তারিকুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ও ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাসুদেব মন্দিরে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শ্রীনগর উপজেলা মহিলা দলের আহবায়ক আলবিনা রফিকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা এবং সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জের জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ,
শ্রীনগর উপজেলা নারীও শিশু অধিকার ফোরামের যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম
সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহিলা দলের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। এসময় পূজা উদযাপন কমিটি বাঘড়া ইউনিয়ন শাখার সভাপতি শ্রী বাদল সাহা ও সাধারণ সম্পাদক শ্রী রতন সাহা অতিথিদের অভ্যর্থনা জানান।
বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা ধরে রাখতে সব ধর্মের মানুষকে মিলেমিশে উৎসব পালন করতে হবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ