অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:১৩
মো. সামিউল ইসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা খেলাফতে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাদ বলেছেন, আমরা পরিকল্পনা করতেছি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিনিধিত্বমূলক প্যানেল ঘোষণা করতে। আপাতত জোটের বিষয়ে ভাবছি না। তবে কেন্দ্রে পর্যালোচনা চলছে যদি প্রয়োজন মনে হয় তাহলে জোটের কথা আসবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ নিয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।
আশরাফুল ইসলাম সাদ বলেন, স্বাধীনতার পর প্রথম বিশ্ববিদ্যালয় ইবি শাখার সাংগঠনিক সামগ্রিক কার্যক্রম দেখা, সামনে নবীন শিক্ষার্থীদের আগমন তাদের ব্যাপারে কেমন কর্মসূচি নেওয়া যেতে পারে তা পর্যালোচনা, আসন্ন ইকসু গঠনের পরিকল্পনা সহ সামগ্রিক বিষয়ে আলোচনা করতে ক্যাম্পাসে আসলাম।
কেন শিক্ষার্থীরা ছাত্র মজলিস গ্রহণ করবে জানতে চাইলে প্রশ্নোত্তরে তিনি জানান, মূলত ইসলামী ছাত্র মজলিস ছাত্রদের সংগঠন। শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। শুধু মুসলিম না অমুসলিম শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে সোচ্চার। নৈতিকতার পাশাপাশি শিক্ষার্থীদের যাবতীয় অধিকার আদায়ে পাশে থাকবে ছাত্র মজলিস।
আসন্ন ইকসু নির্বাচনে আলাদা প্যানেল দিবে বলে জানান। তিনি বলেন,
সংগঠনটির আর্থিক খাতগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, আমাদের নির্দিষ্ট কোনো খাত নাই। সংগঠনের সদস্যরাই আর্থিক খাত। সদস্য নির্দিষ্ট পরিমাণ এয়ানত দেয়। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেন।
ইসলাম নিয়ে কাজ করা অন্য সংগঠনের সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বলেন, ইসলামপন্থী সংগঠনগুলো লক্ষ উদ্দেশ্যের দিক থেকে আমরা এক। কর্মপদ্ধতি বা সাংগঠনিক ভাবে গঠনতন্ত্র ভিন্ন হতে পারে। বৃহৎ স্বার্থে আমরা এক হবো।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা খেলাফতে ছাত্র মজলিসের সাংগঠনিক অবস্থা, কার্যক্রম, নেতৃত্ব ও সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করতে ক্যাম্পাসে এসেছেন কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার। পরে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা সভাপতি সাদেক আহমেদ সহ সভাপতি নোমান হুসাইন, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান,
অর্থ সম্পাদক ইকরাম হুসাইন, তথ্য ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্যাম্পাস সম্পাদক জিহাদ মোল্লা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকরামুল হক, পাঠাগার সম্পাদক রাকিব হুসাইন প্রমুখ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ