মেনিনজাইটিসে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন


মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেনিনজাইটিসে আক্রান্ত ছয় বছরের শাওনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন। অসুস্থ শাওন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের দিনমজুর শরীফ হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছে সে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশের পর বিষয়টি কামরুজ্জামান রতনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৭টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি তেতৈতলা গ্রামে গিয়ে শাওনের বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় শিশুটির দুর্দশার কথা শুনে আবেগাপ্লুত হন তিনি। কামরুজ্জামান রতন বলেন, “দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। পাশাপাশি জেলা প্রশাসন, বিত্তশালী ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে শাওনের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানাই।” সহায়তা প্রদানের সময় জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ