ধর্মপাশায় ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছেন যুবদল নেতা উজ্জ্বল মিয়া


 

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছেন যুবদল নেতা মো. উজ্জ্বল মিয়া।

তিনি দিন-রাত বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে সাধারণ মানুষের কাছে ৩১ দফার বার্তা এবং এর মূল সারসংক্ষেপ তুলে ধরছেন। বিশেষ করে ১৬ নম্বর দফাকে কেন্দ্র করে পোস্টার ও ব্যানার বিতরণ করে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

১৬ নম্বর দফায় বলা হয়েছে:
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” – এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি দখলের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষার প্রতিও অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

মো. উজ্জ্বল মিয়া বর্তমানে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-কোষাধক্ষ এবং ধর্মপাশা/মধ্যনগর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের বিভিন্ন হামলা-মামলার শিকার হলেও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে জানান।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—মো. সবুজ মিয়া, সাবেক উপজেলা বিএনপি সদস্য ও পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি (বর্তমানে সভাপতি প্রার্থী) সোয়েব আহমেদ, সেলবরষ ইউনিয়ন যুবদল সদস্য মাসুদ রানা, জয়শ্রী ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদল সভাপতিজাহাঙ্গীর আলম, জয়শ্রী ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদল সহ-কোষাধক্ষ মাহবুব আলম রিপন, ২নং বটতলী বানিয়াহাঠি ইউনিয়ন যুবদল সভাপতি মিলন মাহতাব, উপজেলা যুবদল নেতা বজলু মিয়া, জুলাই আহত যোদ্ধা

প্রচারণায় অংশ নিয়ে তারা জানান, উজ্জ্বল মিয়ার নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ