শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করতে পারবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। তিনি জানান, সংশোধিত নির্বাচনী আচরণবিধি ও প্রতীকের ভেটিং কমিশনে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। ফলে এনসিপি এ প্রতীক আর ব্যবহার করতে পারবে না। দলটিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনের কাছে। আখতার আহমেদ আরও বলেন, বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে এনসিপিকে আহ্বান জানানো হয়েছে। তবে যেসব প্রতীক বর্তমানে কমিশনের তালিকায় রয়েছে, সেখান থেকেই দলটিকে প্রতীক বেছে নিতে হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ