জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন


নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে সংগঠনটির উদ্যোগে নিরাপদ পানি পান কর্মসূচি শুরু হয়। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, সূচনালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করতে পারেনি। এজন্যই ছাত্রশিবির এ কর্মসূচি হাতে নিয়েছে। আজ থেকে এ কার্যক্রম চলমান থাকবে। সংগঠনটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও, আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের দাবিগুলো তাদের কাছে তুলে ধরছি। প্রশাসনের সীমিত সংখ্যক ফিল্টার দিয়ে এত শিক্ষার্থীর চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই আমাদের পক্ষ থেকে ৩৩টি ফিল্টার স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি শীতল পানির ফিল্টার স্থাপন করা হবে। একই সঙ্গে ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগও হাতে নেওয়া হয়েছে। এ সময় শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ