অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৩:১০
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা অনুযায়ী, ভুক্তভোগীর নানি শনিবার রাতে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করেন। রাতেই উপজেলার তিরনইহাট ইউনিয়নে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, জামাল উদ্দিন আগে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ৫ আগস্টের পর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ঠুনঠুনিয়া মসজিদের ক্যাশিয়ারের দায়িত্বও পালন করতেন। ঘটনার পর তাকে মসজিদের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
এজাহারে বলা হয়েছে, মায়ের মৃত্যুর পর ভুক্তভোগী ছাত্রী নানার বাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। ১৭ জানুয়ারি সকালে তিনি জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মুরগির মাংস আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
মামলায় উল্লেখ করা হয়েছে, জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও তার স্ত্রী ও ভাইসহ অন্যরা ঘটনার তথ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ১৪ জুন সকালে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হলেও পরে উদ্ধার করা হয়।
জানা গেছে, এজাহারে জামাল উদ্দিন ছাড়াও আরও তিন জনকে আসামি করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, জামাল উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ