গজারিয়ায় মাদক অভয়ারণ্য অবসানে ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচির উদ্বোধন


 

মুকবুল হোসেন,গজারিয়া প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মাদক অভয়ারণ্য অবসান ও গণমানুষের কল্যাণে ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড থেকে ইপিজেট হয়ে পুরাচক বাউশিয়া খেয়াঘাট পর্যন্ত রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, “আদর্শ নেতার কাজ শুধু কর্মীদের নির্দেশনা দেওয়া নয়, বরং জনকল্যাণ ও সমাজের উন্নয়নে কর্মীদের সঙ্গে উপস্থিত থেকে কাজ বাস্তবায়ন করা। ভালো কাজ বাস্তবায়নের মধ্য দিয়েই নেতৃত্বের প্রমাণ দিতে হয়।”

এসময় আরও উপস্থিত ছিলেন—

মুন্সীগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পান্নু ও নজরুল মেম্বার, বাউশিয়া ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, ইউনিয়ন বিএনপি নেতা মান্নান মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ছোবহান প্রধান, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সবুজ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ