গজারিয়ায় দাঁড়িপাল্লা প্রার্থীর গণসংযোগ ও সালাম বিনিময় কর্মসূচি


 

মুকবুল হোসেন, গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ শুক্রবার সকাল ৮টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে সালাম বিনিময় কর্মসূচি পালন করেন।

প্রার্থীর উপস্থিতিতে গণসংযোগ কার্যক্রম শুরু হয় মধ্য বাউশিয়া এলাকা থেকে এবং শেষ হয় ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কিছু অংশে। এ সময় প্রার্থী আবু ইউসুফ গণমাধ্যমকে জানান, “দীর্ঘ ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা হয়েছে, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বৈষম্য দূর হয়নি। ক্ষমতাসীন দলগুলো কেবল নিজেদের স্বার্থ রক্ষা করেছে এবং দুর্নীতি, চাঁদাবাজি, অর্থপাচারের মাধ্যমে জনগণকে বঞ্চিত করেছে। ভোটাররা যদি অসৎ ও অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করেন, তবে তাদের কর্মফল ভোগ করতে হবে। জামায়াতে ইসলামী মানবিক ও ন্যায়ভিত্তিক দল হিসেবে ক্ষমতায় গেলে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করবে।”

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা আমির নূরে আলম বলেন, “প্রফেসর মো. ইউসুফকে জামায়াতে ইসলামী থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী করা হয়েছে। আমরা উপজেলা শাখার নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছি। আজকের গণসংযোগে ভোটারদের কাছে আমরা বুঝতে পেরেছি, তারা উপলব্ধি করেছেন জামায়াত ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো তাদের অধিকার হরণ করেছে।”

এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—

উপজেলা আমির মাওলানা নূরে আলম,

জেলা মজলিসে শুরা সদস্য ও শিল্প-বাণিজ্য সম্পাদক শাজাহান সরকার,

উপজেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরকার,

বাউশিয়া ইউনিয়ন আমির মাওলানা জয়নাল আবেদীন,

ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,

এছাড়া উপজেলা জামায়াত ইসলামী শাখার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল অর্ধশত নেতাকর্মী অংশ নেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ