অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৯:৪২
স্টাফ রিপোর্টার:
নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বুধবার রাজধানীর কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন এপেক্সিয়ান মোঃ সাইফুর রহমান। এছাড়া জেলা কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মোঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক, মাহবুব আলম লিটন ও মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন লিটন, আতিকুর রহমান খান নান্নু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন রাজ মল্লিক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মোঃ নাসিরউদ্দিন আহমেদ জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাহবুব আলম জয়, আইন সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সঞ্জীব, মহিলা বিষয়ক সম্পাদক জিনাত জাওহারা এবং যুব বিষয়ক সম্পাদক মোঃ লিটন শেখ।
এ ছাড়াও কমিটির কার্যকরী সদস্য পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বাছির উদ্দিন জুয়েল, মোঃ আয়নাল হক স্বপন, মোঃ এনামুল হক, মুহাম্মদ জাকির হোসেন, জাহাঙ্গীর আলম ঢালী, শিশির রহমান, আবদুল কাইয়ুম রতন, ডা. রফিকুল ইসলাম, কামাল হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন, গোলাম আশরাফ খান উজ্জ্বল, মোঃ জাহান শরীফ, আতিকুর রহমান আতিক, মোঃ রফিকুল ইসলাম কবির, মোঃ মাওলাদ হোসেন মোল্লা, মোঃ মাসুম আফিফ, মোঃ নাজমুল হাসান মুন্সী, অনিক শেখ, বি এম সুমন এবং কেএম সাইফুল্লাহ ভূঁইয়া।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটি ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ