অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৯:২৩
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
শিবিরের আয়োজন করে বি এন এস বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ও সচেতন নাগরিক পরিষদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন প্রবাসী পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কৃতি সন্তান রেজাউল কবির জায়গীরদার রাজা। এতে পশ্চিম বীরগাঁও, জয়কলস, শিমুলবাক ও পাথারিয়া ইউনিয়নের অসহায় মানুষের চোখের ছানি অপারেশন, চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা লুৎফুর রহমান খোকন, চক্ষু বিশেষজ্ঞ চন্দ্র শেখর, ডা. দেওয়ান রুহুল আমীন, ডা. আব্দুল মান্নান, ডা. হাবিবুল্লাহ, ডা. মনতোষ পালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুকান্ত সাহা বলেন, “এমন মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ উদ্যোগ আশীর্বাদস্বরূপ।” পরে তিনি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ