অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৫৭
বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বরিশাল ডিএফও’র ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বুধবার তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ই-মেইল পাওয়া গেছে।
উল্লেখ্য, বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে সুযোগ বা সম্পত্তি প্রদানের প্রলোভনে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগে আলোচিত হন ডিএফও মো. কবির হোসেন। এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্ব-প্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু। আদালতের বিচারক মো. সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আইনজীবী জানান, বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ সালের ৬ ধারার বিধান লঙ্ঘন ও অধ্যাদেশ ৬ (৫) (খ) ধারার অপরাধ করেছেন। প্রথম বিবাহের পর তা গোপন রেখে একের পর এক ১৭টি বিয়ে করেছেন, যা ধর্মীয় মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ