সিলেটে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ


 
সিলেট প্রতিনিধি
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জনাব মো. আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ডিআইজি অফিসে অনুষ্ঠিত এই সভায় ডিআইজি নবনিযুক্ত পুলিশ কমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সিলেট শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
ডিআইজি মো. মুশফেকুর রহমান বলেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী শহর। আমরা এখানে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কমিশনারের সাথে একসাথে কাজ করব।”
নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “সিলেটের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করব। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (অপারেশন ও ট্রাফিক) মো. রফিকুল ইসলাম খান।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ