অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:২৮
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা বাজারে উপজেলা প্রশাসন অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের নির্দেশে কলমা ইউনিয়নের নায়েবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় দুটি দোকানঘর উচ্ছেদ করা হয় এবং ইউনিয়ন পরিষদের পুরাতন জায়গার একটি অংশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর থেকে বাজারের প্রবেশপথে দোকানঘর নির্মাণের কারণে তীব্র যানজট তৈরি হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে চলাচল ব্যাহত হচ্ছিল। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা মনে করছেন অভিযানের ফলে বাজারের চলাচলে স্বস্তি ফিরে আসবে এবং সরকারি জমি দখল রোধে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ