ভুরুঙ্গামারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান


সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম;-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন  এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায়  ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 
 
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। 
 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন । 
 
এ সময় প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত  করেন 
 
জুলাই ২০২৫ হতে আগস্ট ২০২৫ পর্যন্ত  দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে  এতে চার ব্যাচে ১০ জন করে  ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে  ।
 
পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ